মেসিকে ছেলের আবেগঘন চিঠি

১৮ ডিসেম্বর ২০২২

শিরোপার লড়াইয়ে রাত ৯টায়  মাঠে নামবে ফ্রান্স ও আর্জেন্টিনা। গেল বারের শিরোপা ঘরে তুলেছিল ফ্রান্স। এবারও বেশ ফেভারিট তারা। তাদের টিমে আছে গতি তারকে এমবাপ্পেসহ আরো অনেকে। আর্জেন্টিনা দলেও তারকা খেলোয়াড়ের কমতি নেই। আছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। এবার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে চান মেসি।

টানা ৩৬ বছর বিশ্বকাপের শিরোপা থেকে দূরে মেসির দল আর্জেন্টিনা। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ সালের বিশ্বকাপে শিরোপার একদম কাছে গিয়েও ট্রফি ছোঁয়া হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির।

বাবা মেসিকে অনুপ্রাণিত করতে আবেগঘন চিঠি লিখেছে মেসির ১০ বছর বয়সী ছেলে থিয়াগো। তার লেখায় আর্জেন্টিনাকে তৃতীয় বার চ্যাম্পিয়ন করার আর্জি ফুটে উঠেছে।

নিজের খাতায় বাবাকে লেখা চিঠিতে সে লিখেছে, "আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা।"

ছেলের চিঠির কথা জানিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেল্লা। বাবাকে হাতে লেখা চিঠিতে থিয়াগো আর্জেন্টিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথা উল্লেখ করেছে। বিশ্বকাপের শুরু থেকেই আন্তোনেল্লা তিন ছেলেকে নিয়ে রয়েছেন দোহায়। আর্জেন্টিনার সব ম্যাচে উপস্থিত থাকছেন গ্যালারিতে। আন্তোনেল্লা জানিয়েছেন, রবিবারের ফাইনালের গুরুত্ব বুঝতে পারছে ছেলেরাও।


মন্তব্য
জেলার খবর