ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক নীরব। সারাবিশ্ব যখন ফুটবল নিয়ে মেতেছে, তখন পিছিয়ে নেই নীরব। তিনি জানিয়েছেন, আমি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। কয়বার বিশ্বকাপ পেয়েছে সেটা দেখে নয়, ভালোবাসা থেকেই দলটি করি। আর দলটির খেলার মধ্যে ভিন্ন কিছু রয়েছে, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। আর মেসি তো দুর্দান্ত খেলে সব মিলিয়েই আমার কাছে আর্জেন্টিনার খেলা ভালো লাগে। বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে টান টান উত্তেজনা থাকে। এবারো ছিল। তবে ব্রাজিল কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে। আর আর্জেন্টিনা ফাইনাল খেলতে যাচ্ছে রাতে। এ দিনের অপেক্ষাতেই আসলে ছিলাম। এবার সব খেলা দেখার চেষ্টা করেছি।
বিশেষ করে রাতেরগুলো। আর আর্জেন্টিনার কোনো খেলা মিস করিনি। প্রতিটি ম্যাচই তারা ভালো খেলেছে। প্রতিটি ম্যাচেই মেসি ম্যাজিক ছড়িয়েছে। এবার ফাইনালে তার ম্যাজিক দেখার অপেক্ষায় আছি। ফ্রান্স ভালো টিম। তবে আমার বিশ্বাস ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাই এবার চ্যাম্পিয়ন হবে। আর বিশ্বকাপ শোভা পাবে মেসির হাতে। কোটি কোটি ভক্তের সঙ্গে আমারও এটা চাওয়া।