জাতীয় সংসদের শূন্য হওয়া ৫ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, ভোট হবে ১ ফেব্রুয়ারি। রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে এ তফসিল ঘোষণা করা হয়। বিএনপি দলীয় এমপিরা সম্প্রতি সংসদ সদস্য পদ থেকে একযোগে পদত্যাগ করলে এ সব আসন শূন্য হয়।
আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ এবং ব্রাহ্মণবাড়িয়া-২। প্রত্যেকটি আসনে ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষদিন ৫ জানুয়ারি, মনোনয়ন যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।
প্রসঙ্গত, রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন। পরদিন তারা স্পিকারের কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। পরে এসব সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
এমকে