সম্মেলন সাদামাটা হবে: ওবায়দুল কাদের

১৯ ডিসেম্বর ২০২২

এবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সাদামাটা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, উপস্থিতি সাদামাটা হচ্ছে না। এটা অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে। বিজয়ের মাসে এ সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে মানুষের উপস্থিতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার (১৯ ডিসেম্বর)  আওয়ামী লীগের শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির যৌথ বৈঠকে এ সব কথা বলেন। রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ বৈঠক হয়। আগামী ২৪ ডিসেম্বর সম্মেলনের দিন নির্ধারণ করে রেখেছে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেছেন,  সুশৃঙ্খল সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ দেশবাসীকে দেখাতে চায়— তারা আবারও দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত। সভা করবো সুশৃঙ্খল। ব্যবস্থাপনাটাও ভালোভাবে করতে হবে।  এবার ঐতিহাসিক সম্মেলন হবে।  ওবায়দুল কাদেরের বক্তব্যে রাষ্ট্র মেরামত নিয়ে বিএনপির কর্মসূচি, বিএনপির দুর্নীতি ও চলমান আন্দোলনের বিষয়টিও ওঠে আসে। তিনি এ সবের সমালোচনা করেন।

আওয়ামী লীগের শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

 

এমকে


মন্তব্য
জেলার খবর