লিওনেল মেসির শেষ বিশ্বকাপেই বিশ্বজয় করল আর্জেন্টিনা। বিশ্ব জয়ের আনন্দে, উল্লাসে, উদ্যাপনে মেতেছেন গোটা বিশ্বের আর্জেন্টিনা সমর্থকরা। আর্জেন্টিনার জয়ে আনন্দে আত্মহারা আলোচিত নায়িকা পরীমণি। আদ্যোপান্ত আর্জেন্টিনা ভক্ত। রাত জেগে মেসির খেলা দেখেছেন তিনি। প্রায় প্রতিটি ম্যাচ জিতেছে মেসির দেশ। এ দিকে বাংলাদেশেই উদ্যাপনে মেতেছেন তিনি। খেলা চলাকালীনই স্বামী রাজকে বলেছিলেন, আর্জেন্টিনা জিতলে স্বামীকে নিয়ে যাবেন মেসির দেশে। রবিবার আর্জেন্টিনার এ জয়ের পর আবেগ ধরে রাখতে পারলেন না নায়িকা। স্বামী রাজের কাছে করে বসলেন আবদার ।
এমনিতেই সমাজমাধ্যমে জীবনের কিছু না কিছু মুহূর্ত সব সময়ই শেয়ার করে থাকেন নায়িকা। মেসির এ জয়ের আনন্দ নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন, এটাই স্বাভাবিক। অভিনেত্রী আনন্দে আত্মহারা লিখলেন, ‘‘এখনও বোকার মতো কেঁদে চলেছি।’’ স্বামী রাজের উদ্দেশে বললেন, ‘‘রাজ, তাড়াতাড়ি আমাকে আর্জেন্টিনা নিয়ে চলো।”