এসিআই ফর্মুলেশন্স লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার’ পদে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন করা যাবে ২৫ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন করতে যে যোগ্যতা লাগবে:
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট/অপারেশন্স/ফাইন্যান্স বিষয়ের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনুর্ধব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল: ঢাকা।
বেতন:
আলোচনা সাপেক্ষে। এছাড়াও মোবাইল বিল, মেডিকেল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, দুইটি উৎসব বোনাস, দুইটি সাপ্তাহিক ছুটি, ইনস্যুরেন্স, গ্রাচুয়েটি ও দুপুরের খাবার দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।