৪৭৬ বোতল ফেন্সিডিলসহ আটক- ২

০৫ এপ্রিল ২০২২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ৪৭৬ বোতল ফেন্সিডিলসহ কারিমুল ইসলাম (৩৮) ও রাসেল (২২) নামের দুইজনকে আটক করেছে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রাকসহ (ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৬৪) তাদের কাছে থেকে ২ মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ড মসজিদ মার্কেট সংলগ্ন বগুড়া-ঢাকা মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

কারিমুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আর রাসেল ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাড়ীপাকু গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২ এর সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন।

দীপক কুমার সরকার/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর