এমবাপ্পেদের বরণ করে নিল ফ্রান্স

২০ ডিসেম্বর ২০২২

বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিতে পারেনি। তবুও সেরা খেলাটা খেলেছে ফ্রান্স। আর্জেন্টিনা জিততে হয়েছে টাইব্রেকারে। বিশ্বকাপ শেষে বীরের বেশে দেশে ফিরেছে এমবাপ্পেরা। দলকে সাদরে গ্রহণ করেছে ফ্রান্সবাসী।

 

এ নিয়ে ফ্রান্স ফুটবল সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছে। তাতে লিখেছে, ‘জাতীয় বীরদের বরণ করছি।’ প্যারিসের ডি লা কনকর্ডে সংবর্ধনা দেওয়া হয় ফ্রান্স দলকে। দিদিয়ের দেশমরা যখন দেশের মাটিতে পা রাখেন, রাত তখন ১০টা। তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস। সবকিছু উপেক্ষা করে ৫০ হাজার দর্শক সমবেত হয় এমবাপ্পে, লরিস, গ্রিজম্যানদের বরণ করে নিতে।

 

দেশবাসীর এমন ভালোবাসায় শিক্ত হন এমবাপ্পেরা। হাত নেড়ে ভক্তদের ভালোবাসার জবাব দেন তারা। এক মুহূর্তে ভুলে যান বিশ্বকাপ না জেতার কষ্ট। তবে কিছুটা কষ্টে থাকতে দেখা গেছে এমবাপ্পেকে। গোল করে হ্যাট্রিক করেছে ফাইনাল ম্যাচে। কিন্তু বিশ্বজয় করা হলো না। সেই কষ্টটাই হয়তো কুরে কুরে খাচ্ছে তাকে। যদিও হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দিয়েছেন। কিন্তু মুখে ছিল না তৃপ্তির হাসি।

 


মন্তব্য
জেলার খবর