বিশ্বজয় করে দেশে ফিরেছেন লিওনেল মেসি। সাথে সতীর্থরাও। দেশের মাটিত যখন তারা পা রেখেছেন, তখন গভীর রাত। তবু ভক্তদের যেন ঘুমনেই। ঘরের ফেরার তাড়া নেই। বুয়েন্স আইরেসে পা রেখেছে লিওনেল স্কালোনির দল। তাদের বরণ করে নিতে তাই তো এতো উদ্দীপনা। ফুটবলারদের বণ করে নিতে রাস্তায় মানুষের ঢল নামে।
বিমানবন্দর থেকেই শুরু হয়েছে উৎসব। ট্রফি নিয়ে শুরুতেই বিমান থেকে নামেন মেসি ও কোচ লিওনেল স্কালোনি। এরপর একে একে নামেন বাকীরা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে প্রদক্ষিণ করে পুরো শহর। মেসিদের বাসকে ঘিরে গানের তালে তালে নেচে গেয়ে শভেচ্ছা জানাচ্ছে তাদের। বুয়েন্স আইরেস নগরী হয়ে ওঠে উৎসবের।
দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনায় ফিরেছে বিশ্বকাপের ট্রফি। যে ট্রফি নিয়ে দিয়াগো ম্যারাডোনা ১৯৮৬ সালে বুয়েন্স আইরেসে ফিরেছিলেন। আজ সেই ট্রফি নিয়ে এলেন লিওনেল মেসি। তাই আনন্দ যেন আর ধরছে না পুরো আর্জেন্টিনায়।