৩৬ বছর অপেক্ষার অবসান হলো মেসির হাত ধরে। যে ট্রফি এসছিল মারাডোনার হাত ধরে, সেই ট্রফি এতো বছর পর আবার এলো দেশে। দেশটিতে তাই উৎসব লেগেছে। দেশকবাসী রাত জেগে অপেক্ষা করেছেন মেসিদের জন্য। মেসিরা দেশে যখন পা রেখেছেন, তখন মাঝ রাত। মানুষের ঘুমিয়ে থাকার কথা। তাছাড়া বাইরে প্রচণ্ড ঠাণ্ডা। তাপমাত্রা ১০ ডিগ্রি। এসব উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন তারা।
এ দিকে কাতার ফুটবল বিশ্বকাপের ট্রফি ঘরে আসায় একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার। দেশটির প্রেসিডেন্ট আলবার্তো এ সাধারণ ছুটি ঘোষণা করেন।
টুইটারে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, ‘খেলোয়াড় ও প্রযুক্তিগত দলকে ধন্যবাদ। তারা এমন উদাহরণ সৃষ্টি করেছে যে, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আমাদের মহৎ মানুষ ও একটি দুর্দান্ত ভবিষ্যৎ আছে।’
প্রেসিডেন্ট ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন যেখানে তাকে তার স্ত্রী ফ্যাবিওলা ইয়ানেজ ও তার ছেলে ফ্রান্সিসকোর সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করতে দেখা যাচ্ছে।
পরে টুইটারে দেওয়া দ্বিতীয় বার্তায় ফার্নান্দেজ লিখেছেন, ‘সর্বদা এক সঙ্গে। সর্বদা ঐক্যবদ্ধ। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। অন্য কোনো কথা নেই।’