মেসির জয়ে মাশরাফীর উদযাপন, প্রত্যাশা বাংলাদেশও একদিন বিশ্বজয় করবে

২০ ডিসেম্বর ২০২২

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল এবার। বহুল প্রত্যাশিত বিশ্বকাপ জয় করলেন লিওনেল মেসি। ৩৬ বছর পর সোনালী ট্রফি ঘরে তুলর আকাশী-সাদার দল। বিশ্বজুড়ে আর্জেন্টিনা ভক্তদের মনে তাই উৎসবের রোল উঠেছে। সে উৎসব ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকেও। আর্জেন্টিনার জয়ে রাস্তায় নেমে ড্রাম বাজিয়ে উৎসব করলেন সাবেক টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। জার্সি পরে রাস্তায় নামেন সাকিব আল হাসানও।

 

আর্জেন্টিনার জয়ে  মাশরাফী এক ফেসবুক পোস্টে লেখেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদ্‌যাপনটা বাচ্চাদের সঙ্গেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ কোনো একদিন বাংলাদেশের জন্য এমন উদ্‌যাপন করতে চাই।’

 

ভিডিওতে দেখা যায়, খোলা রাস্তায় মাথায় রুমাল বেঁধে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ড্রাম বাজিয়ে উৎসব করছেন। আর আশেপাশে সকলে আর্জেন্টিনার জার্সি পরে তালে তালে মেসি মেসি বলে উল্লাস করছেন।


মন্তব্য
জেলার খবর