ভোলা প্রতিনিধি:
ভোলায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরার দায়ে ৩৬ দিনে (১ মার্চ থেকে ৫ এপ্রিল) ৬৪২ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞা বলবৎকালে মাছ ধরার সময় মেঘনা ও তেতুঁলিয়া নদী থেকে তাদের আটক করে মৎস্য বিভাগ ও পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছে থেকে ১৪ লাখ মিটার কারেন্ট জাল, ৪শ’ মিটার বেহেুন্দি ও মশারীসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ও প্রায় ৭ টন মাছ জব্দ করা হয়েছে।
দণ্ডিতদের মধ্যে ১১২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৩০ জেলেকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। ভোলা জেলা মৎস্য অফিসার এস এম আজহারুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১১০ ও লালমোহন উপজেলায় ২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর ভোলা সদরের ১৫২, দৌলতখানের ৯১, বোরহানউদ্দিনের ১৮, তজুমদ্দিনের ৭১, লালমোহনের ৩১ ও চরফ্যাশন উপজেলার ১৬৭ জেলেকে জরিমানা করা হয়েছে। গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পযর্ন্ত ভোলার ইলিশা থেকে চর পিয়াল মেঘনা নদীর শাহাবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার ও তেতঁলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পযর্ন্ত ১০০ কিলোমিটার এলাকায় দুই মাস ওই সব মাছ শিকারের ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে।
কামরুজ্জামান শাহীন/এমকে