অভিনয় নয় বরং উদ্ভট পোষাক পরেই আলোচনায় থাকতে বেশি পছন্দ করেন এ নায়িকা। নামমাত্র পোষাক পরে বারবার আলোচনায় থাকেন তিনি। অশ্লীল পোষাক পরার কারণে হত্যা ও ধর্ষণের হুমকিও পেয়েছেন। নানা মানুষের কটাক্ষ বিরুপ মন্তব্য তো আছেই। তবুও কখনও থেমে থাকেননি। বার বার আলোচনায় এসেছেন অশ্লীল আর উদ্ভট পোষাক পরে আলোচনায় এসেছেন উরফি জাভেদ।
এবার দুবাইয়ে গিয়ে বিপাকে পড়লেন এ বিতর্কিত তারকা। দুবাইয়ের রাস্তায় খোলামেলা পোশাকে ফটোশুট করার অভিযোগে স্থানীয় পুলিশ তাক আটক করেছে। তার এ ধরনের আচরণের কারণে বাতিল হয়েছে তার ভারতে আসার টিকিটও। সব মিলিয়ে এবার বেশ বড়সড় বিপাকে পড়েছেন উরফি। বেশ কয়েকদিন ধরেই দুবাইয়ে রয়েছেন তিনি। সেখান থেকে নানা ছবি ও ভিডিও পোস্ট করতে ছিলেন। কখনও সমুদ্র সৈকতে, কখনও নাইট ক্লাবে । এরই মাঝে এক বন্ধুর তৈরি পোশাক পরে শুট করতে গিয়েই বিপাকে পড়েন এ সুন্দরী।