৪ বছরের পুরনো এক মামলায় নাম জড়িয়ে আছে অভিনেত্রী রকুল প্রীতের। মাদকপাচার থেকে শুরু করে মাদক সেবন, এমনকি আর্থিক দুর্নীতিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুক্রবার তলব করা হয়েছিল রকুলকে। সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। তবে এ প্রথম নয়, একই মামলায় আগেও তাকে তলব করা হয়েছে। গত বছরও তার বয়ান নথিবদ্ধ করেছিল ইডি।
২০১৭ সালে মাদক সরবরাহকারী-চক্রের খোঁজ পাওয়া গিয়েছিল তেলঙ্গানায়। আবগারি দফতরের তদন্তে জানা গিয়েছিল, এলএসডি কিংবা এমডিএমএ-র মতো মাদকগুলি পৌঁছে যায় দক্ষিণী তারকাদের হাতে। কারা কারা গ্রাহক? তা খুঁজতেই জিজ্ঞাসাবাদ শুরু হয়। গ্রেফতার হওয়া ৩ অভিযুক্তের কাছ থেকে যা তথ্য মিলেছে, তার ভিত্তিতে রকুলের নামও উঠে আসে। তবে শুধু তিনি নন, দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।