পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেয়ের সাথে পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির বিয়ের কথা শোনা গেছে অনেক আগেই। আনশা আফ্রিদির সাথে দুই বছর আগে বাগদান হয় শাহিন শাহর। এবার বিয়ের পালা। আগামী বছরের শুরুতেই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তারা। ৩ ফেব্রুয়ারি বিয়ে করবেন বলে জানা গেছে। পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে। দুই পরিবারই এখন বিয়ের প্রস্তুতি শুরু করেছে।
এদিকে দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। পিসিএলের অষ্টম আসর আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এবার লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন শাহিন আফ্রিদি। বিয়ে করার পর তাই বেশি সময় পাবেন না। খেলার প্রস্তুতি শুরু করতে হবে তাড়াতাড়ি। খবর জিও নিউজের।
জিও নিউজের বিশেষ অনুষ্ঠান ‘একদিন জিও কে সাথ’ অনুষ্ঠানে শাহিন জানান, ‘আনশা সাথে বিয়ের কথা হচ্ছে। এটি আমার ইচ্ছা ছিল এবং আলহামদুলিল্লাহ তা এখন পূরণ হচ্ছে। আমি তার সাথে দেখা করেছি। শিগগিরই তার সাথে আবার দেখা করব।’