থাইল্যান্ডে ডুবে যাওয়া যুদ্ধ জাহাজ থেকে চারজন ক্রুর লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলে থাইল্যান্ড উপসাগরে জাহাজটি ডুবে যায়। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সবার গায়েই লাইফ জ্যাকেট ছিল। মঙ্গলবার তাদরে উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে জাহাজটি যেখানে ডুবে যায়। সেখান থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে তাদের লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির নৌপ্রধান।
নৌবাহিনী বলেছে, ঝড়ের কবলে পড়ে ‘এইচটিএমএস সুখোথাই’ নামের ওই যুদ্ধজাহাজের পাওয়ার কন্ট্রোল ইউনিটে পানি উঠলে সেটি ডুবে যায়। যুদ্ধজাহাজটিতে ১০৫ জন ক্রু ছিলেন। এখনো নিখোঁজ ২৪ জন নাবিককে উদ্ধারে অভিযান চলছে। ৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভাইস অ্যাডমিরাল পিচাই লরচুসকুল আগেই বলেছিলেন, ‘লাইফ জ্যাকেট, বয়া ও ভেসে থাকার কৌশলের কারণে আমরা তাদের বাঁচাতে ৪৮ ঘণ্টার মতো সময় পাব। তাই মঙ্গলবারটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের বাঁচাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’ এরই মধ্যে বেশ কয়েকজন নাবিককে ক্লান্ত ও অচেতন অবস্থায় পাওয়া গেছে বলেও জানান তিনি।