মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষণে অধ্যক্ষ নজরুল ইসলাম নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিশু শিক্ষার্থী সাকিল (১২) কে মারধরের ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মাদ্রাসা সংলগ্ন বেড়িবাঁধে এ মানববন্ধন হয়। এলাকাবাসীও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে এ ঘটনার বিচার দাবি করেন।
প্রসঙ্গত, গত সোমবার বিকালে স্থানীয় বাসিন্দা পারভীন বেগম নামের এক নারী সাকিলকে মারধর করেন। এতে সে গুরুতর আহত হয়।
কামরুজ্জামান শাহীন/এমকে