অবশেষে মুখ খুললেন এমবাপ্পে

২১ ডিসেম্বর ২০২২

ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপ মাতিয়ে গেলেও ঘরে তুলতে পারেননি শিরোপা। ৮ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে সোনার বুট জিতেছেন। তাছাড়া বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন। আর্জেন্টিনার কাছে ফাইনালে টাইব্রেকারে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে ভেসে যাওয়া হয়নি ফ্রান্সের। তবুও ফ্রান্সবাসী তাদের সানন্দে স্বাগত জানিয়েছে। সবাই হাসি মুখে তা গ্রহণ করেছে। হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছার জবাব দিলেও মুখে হাসি ছিল না এমবাপ্পের।

 

সংবাদ মাধ্যমের সামনে আসছিলেন না তিনি। নিজেকে কিছুটা আড়াল করে রেখেছিলেন। হয়তো কষ্টটা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন। ফাইনালের পর পুরস্কার মঞ্চে সেরা খেলোয়াড়ের ট্রফি জেতা লিওনেল মেসি, সেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ আর সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজের সঙ্গে ছবি তুলেছেন, নিয়েছে রুপার পদক। এরপর আর সংবাদমাধ্যমের সামনে আসেননি এমবাপ্পে।

 

তবে ফাইনাল শেষের প্রায় এক দিন পর নীরবতা ভেঙেছেন এমবাপ্পে, নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে। সেখানেও বেশি কিছু বলেননি এমবাপ্পে। শুধু লিখেছেন, ‘আমরা ফিরে আসব।’


মন্তব্য
জেলার খবর