দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় বা বৈদেশিক কোনও চাপ নেই বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেছেন, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের মন্তব্যের বিষয়টি সরকার বুঝবেন। এটি তাদের দ্বি-পাক্ষিক বিষয়। বুধবার (২১ ডিসেম্বর) পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান। মির্জাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সিইসি।
সিইসি বলেন, ইসি নির্বাচন করবে। কোনও দলের প্রতি চাপ নেই। সব দল অংশ নিলে অংশগ্রহণমূলক নির্বাচনের যে দাবি, সেটি অধিক বাস্তবায়ন হবে। বিএনপি একটি গুরুত্বপূর্ণ দল অভিহিত করে প্রধান কমিশনার বলেন, তারা আসলে নির্বাচনটি আরও অধিক মাত্রায় প্রতিদ্বন্দ্বিতামূলক ও অংশগ্রহণমূলক হবে। সব দল নির্বাচনে অংশগ্রহণ করলে ইসি সবচেয়ে খুশি হবে বলেও জানান সিইসি। সব দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বানও জানান এ সময় কাজী আউয়াল।
নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, আইডিইএ (প্রকল্প-২) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মাদ সায়েম, বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পটুয়াখালীর জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার সাইদুল ইসলাম প্রমুখ।
এমকে