মন্তব্য
নিজেদের আওতাধীন এলাকায় সঠিকভাবে নিয়ম মেনে যারা ছাদ কৃষি করবেন, ওয়ার্ড ভিত্তিক তাদেরকে পুরস্কৃত করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঢাকা শহরে ছাদকৃষির মাধ্যমে কৃষিবিপ্লব ঘটাতে বুধবার (২১ ডিসেম্বর) ছাদকৃষি সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় এ ঘোষণা দেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। রাজধানী ঢাকার গুলশান-২ এ নগর ভবনের হলরুমে এ কর্মশালা হয়।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে না। তাই ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে। তিনি জানান, পুরস্কার দেওয়ার পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে ছাদকৃষির মাধ্যমে উৎপাদিত ফল ও সবজি নিয়ে একটা মেলা হবে।
এমকে