যথেষ্ট বোকা কাউকে পেলে টুইটার ছাড়বেন মাস্ক

২২ ডিসেম্বর ২০২২

টুইটারের সিইও পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মা। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘যতেষ্ট বোকা কাউকে পেলে সিইও পদ থেকে সরে দাঁড়াবেন।’

 

এর আগে সোমবার এক টুইট পোস্টে তিনি জানতে চান, সিইওর পদ থেকে তার সরে দাঁড়ানো উচিত কিনা। ওই সময় এ ঘোষণাও দিয়েছিলেন, মতামত জরিপে যে ফল আসবে, তা মেনে নেবেন তিনি।

 

ইলন মাস্কের টুইটার হ্যান্ডেলে অনুসারী রয়েছেন ১২ কোটি ২০ লাখ। এর মধ্যে ১ কোটি ৭৫ লাখ ভোট পড়েছে ওই জরিপে। এতে ৫৭ দশমিক ৫ শতাংশ টুইটার ব্যবহারকারীর রায় হলো, সিইওর পদ থেকে ইলন মাস্কের সরে দাঁড়ানো উচিত। আর ৪২ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী চান তিনি এ পদেই থাকুন।

 

এ প্রেক্ষিতে টুইট করে তিনি বলেছেন, ‘সিইও পদে চাকরি নেয়ার মতো যথেষ্ট ‘বোকা’ কাউকে পেলেই সরে দাঁড়াব। তারপর আমি শুধু সফটওয়্যার আর সার্ভার টিমের দেখাশোনা করব।’

 

গত ২৭ অক্টোবর ইলন মাস্ক টুইটারের মালিক হওয়ার পরই বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন। মালিকানা নেয়ার পরই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিদায় করেছেন।


মন্তব্য
জেলার খবর