মন্তব্য
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের ভক্তদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফুটবল জায়ান্ট ক্লাব পিএসজি ও লিভারপুলের মধ্যে এক প্রীতি ম্যাচের আয়োজনের কথা ভাবছে বাফুফে। সেখনেই দেখা যাবে তাদের। এছাড়া নেইমারও থাকবেন তাদের সাথে। তবে এখনও কিছু চুড়ান্ত হয়নি।
মেসি-নেইমাররা যদি বাংলাদেশে আসেন, তাহলে ফুটবল ভক্তদের জন্য তা হবে অত্যন্ত আনন্দের। সেখানেই আক্ষেপ ঘুচতে পারে বাংলাদেশের দর্শকদের।
উল্লেখ্য, কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপরে ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত খেলা ২-২ গোলের সমতা ছিল। এরপর অতিরিক্ত সময়েও স্কোরবোর্ড ৩-৩ ব্যবধানে সমতায় থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়।