হাঁটার ধরণ নিয়ে সমালোচনার মুখে সুহানা

২২ ডিসেম্বর ২০২২

শাহরুখকন্যা সুহানাকে সমালোচনা কম হয়নি। গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন। বলিউডে সম্প্রতি পা রেখেছেন । তার অভিনীত প্রথম সিনেমা ‘দ্য আর্চিস’। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক জোয়া আখতার। সামনেই নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ছবিটি মুক্তির উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন নির্মাতা। আর সেই পার্টিতেই হাজির হন এ স্টারকিড। ইতোমধ্যে ‘দ্য আর্চিস’ সিনেমার পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

ওই ভিডিওতে দেখা যায়, সুহানা লাল রঙের বলি হাগিং, নুডল স্ট্র্যাপ ড্রেস এবং পায়ে কালো পেনসিল হিল জুতো পরে হাজিরে হয়েছেন পার্টিতে। গাড়ি থেকে সুহানা নামার সঙ্গে সঙ্গেই ক্যামেরায় হাসিমুখে ধরা দিলেন শাহরুখকন্যা।

 

মুহূর্তেই নেটদুনিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ে। তবে শাহরুখকন্যার অপ্রস্তুত, আড়ষ্ট চালচলন নজর এড়ায়নি নেটিজেনদের। গাড়ি থেকে নেমে অনুষ্ঠান কক্ষে যাওয়ার সময় সুহানার হাঁটা-চলা দেখে মালাইকার অরোরার সঙ্গে তুলনা করেছেন অনেকে।


মন্তব্য
জেলার খবর