ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এবার রাজনীতিতে নাম লেখাতে চলেছেন। এদিকে ব্যবসায় নাম লিখিয়েছেন। ইতোমধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে আগামী ২ বছরের জন্য যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহি। মূলত স্বামী রকিব সরকারের অনুপ্রেরণাতেই রাজনীতির জগতে পা রেখেছেন তিনি। অভিনেত্রীর স্বামী গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। নানা সময়ে স্বামী রকিবের সঙ্গে রাজনৈতিক বিভিন্ন কার্যক্রমেও অংশ নিতে দেখা যায় মাহিকে।
সম্প্রতি স্বামীর সমর্থনে ফেসবুক আইডিতে স্বামী রকিবের একটি ছবি দিয়ে স্ট্যাটাস দেন মাহি। ওই পোস্টে তিনি লিখেছেন, প্রিয় রকিব সরকার, আগামী উপনির্বাচন এ আপনাকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। সেখানে আপনাকে দরকার, আমরা আপনাকে চাই।
প্রসঙ্গত, এর আগে বিএনপির আমিনুল ইসলাম চাপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ছিলেন। আর এ আসন থেকেই নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রীর স্বামী রকিব সরকার।