বিশ্বকাপের জঘন্যতম একাদশে রোনাল্ডো-মার্টিনেজ

২২ ডিসেম্বর ২০২২

এ বারের বিশ্বকাপ মোটেই ভালো যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তার নিজের পারফরম্যান্স থেকে শুরু করে কোচের সঙ্গে ঝামেলা- সবি মিলিয়ে বার বার সমালোচনার মুখে পড়েছেন। এবার বিশ্বকাপের জঘন্যতম একাদশে জায়গা পেলেন রোনাল্ডো।

 

সোফাস্কোর নামের একটি খেলার অ্যাপে বিশ্বকাপের সেরা ও জঘন্যতম একাদশ বাছাই করা হয়েছে। সেখানে রোনাল্ডো ১০-এ পেয়েছেন ৬.৪৬। কারণ, এবারের প্রতিযোগিতায় মাত্র একটি গোল করেছেন রোনাল্ডো। তা-ও পেনাল্টি থেকে। প্রি-কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশেও তাকে রাখেননি দলের কোচ ফেরান্দো স্যান্টোস। বদলি হিসেবে নেমেও বিশেষ কিছু করতে পারেননি রোনাল্ডো। তাই তাকে জঘন্যতম একাদশে রাখা হয়েছে।

 

সেখানে রোনাল্ডো ছাড়াও জায়গা পেয়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্তিনেস। মেসির দলের এ ফুটবলারও এবারের বিশ্বকাপে ভালো খেলতে পারেননি। টাইব্রেকারে গোল করা ছাড়া আর্জেন্টিনার জয়ে বিশেষ ভূমিকা নিতে পারেননি তিনি। সৌদি আরবের কাছে হারের পর থেকে তাকে প্রথম একাদশেও রাখেননি কোচ লিয়োনেল স্কালোনি। বদলি হিসেবে খেলেছেন। তাকে ৬.৩৫ নম্বর দেওয়া হয়েছে।

 


মন্তব্য
জেলার খবর