বলিউডে বক্স অফিসে যে সব ছবি এবছর ভালো ব্যবসা করেছে, তার মধ্যে রয়েছে সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। ছবিটি আগামী বছর বাফটা ও অস্কারে যাতে শামিল হতে পারে, তা নিয়েও উদ্যোগ নিয়েছেন নির্মাতারা। ছবির জন্য পরিচালকের যেমন প্রশংসা হয়েছে, তেমনই নামভূমিকায় আলিয়া ভাট সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তবে এ প্রশংসা প্রাপ্তি নিয়ে সমস্যা রয়েছে বলিউডের নারীকেন্দ্রিক ছবির মুখ বিদ্যা বালনের।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘কহানি’র অভিনেত্রী জানিয়েছেন যে, ‘গঙ্গুবাঈ...’-এর জন্য আলিয়ার আরও বেশি সম্মান প্রাপ্য ছিল। বলিউডে লিঙ্গবৈষম্য নতুন নয়। সেই প্রসঙ্গ টেনে বিদ্যা জানিয়েছেন, যে কোনো পুরুষ সুপারস্টারের ছবি সফল হলে, যেভাবে তার কাজের প্রশংসা করা হয়, আলিয়ার ক্ষেত্রে তা ঘটেনি। বরং যাবতীয় প্রশংসা ও সাধুবাক্য বর্ষিত হয়েছে ভন্সালীর উপর।