পদত্যাগ করলেন বিএনপির সংসদ সদস্য হারুন

২২ ডিসেম্বর ২০২২

এবার একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার আগে ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশে একযোগে পদত্যাগের ঘোষণা দেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। এরপরের দিন হারুনুর রশীদ বাদে বাকিরা স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন।

হারুনুর রশিদ বলেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রত্যেক সংসদ সদস্যকে স্পিকারের উপস্থিতিতে পদত্যাগপত্র স্বাক্ষরে জমা দিতে হয়। তাই গত রাতে দেশে ফিরেই পদত্যাগপত্র জমা দিয়েছি আমি। দেশ এখন আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না বলেও মন্তব্য করেন সাবেক এ সংসদ সদস্য।

ঢাকা বিভাগীয় সমাবেশে সংসদ সদস্যরা জানান, দলীয় সিদ্ধান্ত অনুসারে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা জাতীয় সংসদে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। পদত্যাগ করা সাত সংসদ সদস্য হলেন- উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জি এম সিরাজ (বগুড়া-৭), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

 

এমকে


মন্তব্য
জেলার খবর