ডিএসইর লেনদেন ২৯ মাসের মধ্যে সর্বনিম্ন

২২ ডিসেম্বর ২০২২

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)  মোট ২২৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। লেনদেনের এ অঙ্ক  একক দিন হিসেবে গত ২৯ মাসের মধ্যে সর্বনিম্ন।  এর আগে ২০২০ সালের ১৬ জুলাই ডিএসইতে শেয়ার লেনদেন হয় মোট ২২৫ কোটি ৯৭ লাখ টাকার।

বৃহস্পতিবারের বাজার তথ্য বলছে, সূচকের সামান্য ঊর্ধমুখী প্রবণতা দিয়ে শেষ হয় লেনদেন। লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৫২টির, বিপরীতে কমেছে ১০১টির এবং অপরিবর্তিত থাকে বাকি ১৫৬টি। বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ারের ফ্লোর প্রাইস (শেয়ারের সর্বনিম্ন দাম) তুলে নেয়া হলেও লেনদেনে কোন ইতিবাচক প্রভাব পড়েনি।  সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০২ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৭ পয়েন্টে অবস্থান করে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর