আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কিছু শূন্যপদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার’ পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২০ জানুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত।
আবেদন করতে যে যোগ্যতা লাগবে:
প্রার্থীকে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হিসাবরক্ষণ বিষয়ে এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর ন্যূনতম সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গ্রুপ অব কোম্পানিজ, প্লাস্টিক/ পলিমার ইন্ডাস্ট্রি সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে। ৩০ থেকে অনূর্ধ্ব ৪২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)।
বেতন:
আলোচনা সাপেক্ষে। এছাড়াও মোবাইল বিল, দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট, ট্রেইনিং এর সুব্যবস্থা, ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।