মফস্বলে ভাঙচুর চালানোর পরিকল্পনা বিএনপির: ওবায়দুল কাদের

২৩ ডিসেম্বর ২০২২

শনিবার (২৪ ডিসেম্বর) মফস্বলে (জেলা-উপজেলায়) বিএনপির ভাঙচুর-অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের  কাছে বিএনপির ভাঙচুর- অগ্নিসংযোগের পরিকল্পনার কথা জানান তিনি। 

শনিবার  রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে। একই দিনে রাজধানীর বাইরে গণমিছিল করবে বিএনপি। শনিবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিলেও  ওবায়দুল কাদেরের আহ্বানে কেবল রাজধানীতে এ কর্মসূচির তারিখ পরিবর্তন করে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আজকে বিএনপি জোটের নেতৃত্ব দিচ্ছে। তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। তাই আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে এখন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে আসবেন। তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না।  ঢাকার বাইরে যারা থাকবেন, সম্মেলনে সবাই আসবেন না। যারা থাকবেন, ১০ ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকবেন। সব জেলা, উপজেলা, ইউনিয়নে সর্বত্র সতর্ক পাহারা রাখতে হবে। কারণ শূন্যতা মনে করে তারা (বিএনপি) আঘাত হানতে পারে। কাজেই কোথাও শূন্য থাকবে না।

এমকে

 


মন্তব্য
জেলার খবর