কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: র‌্যাব ডিজি

২৩ ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনই কেবল নয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও দেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। আওয়ামী লীগের সম্মেলনে ঘিরে নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন র‌্যাব ডিজি। সম্মেলনটি হবে শনিবার।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা পুরোপুরি সক্ষম উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সবাই মিলে কাজ করলে দেশে কোনো অপশক্তি কিছু করতে পারবে বলে মনে করি না। তিনি বলেন, জঙ্গি তৎপরতা অব্যাহত থাকলেও  আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি।

 

আওয়ামী লীগের সম্মেলনে নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে র‌্যাব প্রধান বলেন,যে কোনো পরিস্থিতি মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্মেলনের সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাব ফোর্সেস সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সম্মেলন ঘিরে যে কোনো ধরনের ঝামেলা এবং বহিরাগত কোনো অপশক্তি যেন বিশৃঙ্খলা করতে না পারে— এ দিকগুলো মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

এমকে

 


মন্তব্য
জেলার খবর