পানির সরবরাহ লাইনের ৫ থেকে ১০ শতাংশ জায়গার মধ্যে পাইপ ফাটা থাকে। তাই ঢাকার নয়াপল্টনে নিজের বাসার পানিতেও গন্ধ পান খোদ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তাই উদ্ভুত পরিস্থিতিতে নগরবাসীকে পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মঙ্গলবার (৫ এপ্রিল) নগরবাসীর চাহিদা-ঢাকা ওয়াসার সক্ষমতা শীর্ষক এক সংলাপে বিষয়টি জানান। রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এ সংলাপের আয়োজন করে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা)।
পানির সমস্যা প্রসঙ্গে ওয়াসার এমডি জানান, যখনই অভিযোগ পায় ওয়াসা, তখনই সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে দেওয়া হয়। তারপরও কিছু জায়গায় সমস্যা হয়।
ডায়রিয়ার প্রকোপে ওয়াসার দায় প্রসঙ্গে ওয়াসা এমডি বলেন, আইসিডিডিআর ওয়াসাকে ৯টা জায়গার তালিকা দিয়েছে- যেসব এলাকায় ডায়রিয়া বেশি। ল্যাব টেস্টে সেসব এলাকার পানিতে ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। তারপরও সাবধানতা হিসেবে সে জায়গাগুলোতে ক্লোরিন বাড়িয়ে দেওয়া হয়েছে।
ঢাকায় পানির চাহিদা মোট ২১০ কোটি থেকে ২৫০ কোটি লিটার। ওয়াসার উৎপাদন ক্ষমতা ২৭০ কোটি লিটার। তাই রমজানে কোথাও পানির সংকট হবে না- যোগ করেন এমডি তাকসিম। সংলাপে সভাপতিত্ব করেন ডুরার সভাপতি মো. রুহুল আমিন।
এমকে