প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার সরকার নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছে। নির্বাচন কমিশন গঠনে আইন করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করছেন। এ ক্ষেত্রে আওয়ামী লীগ কোনও হস্তক্ষেপ করে না। শনিবার (২৪ ডিসেম্বর) ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম সম্মেলনে এ সব কথা বলেন। রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন হয়।
শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে। জনগণের ওপর তাদের আস্থা আছে। জনগণের ভোট চুরির দুরভিসন্ধি থাকলে এটা কেন করবো? খালেদা জিয়ার মতো ওই আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করতো তার সরকার। তিনি জানান, ইভিএম কিছু কিছু চালু হয়েছে। সেখানে কারচুপি করার কোনও সুযোগ আছে বলে সরকারের জানা নেই।
প্রধানমন্ত্রী বলেন, অশুভ শক্তি যতই ষড়যন্ত্র করুক না কেন বাঙালি বাঙালি হিসেবেই এগিয়ে যাবে অগ্রযাত্রার পথে। ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, এগিয়ে যাবে। দেশ সম্পৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে- যোগ করেন শেখ হাসিনা।
এমকে