বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের সভাপতি মনোনীত হয়েছেন। এনিয়ে টানা দশমবারের মতো সভাপতির দায়িত্ব পেলেন তিনি।
শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এ সময় সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করা হয়। সুযোগ পেয়েও কাউন্সিলররা তাদের ছাড়া বিকল্প কোনো নাম প্রস্তাব না করায় এককভাবে সভাপতি ও নির্বাচিত হন তারা ।
সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন কাউন্সিলর আমির হোসেন আমু, সমর্থন করেন মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এ সময় নির্বাচন পরিচালনা কমিটি বিকল্প নাম আহ্বান করেন। কিন্তু বিকল্প নাম প্রস্তাব না করে কাউন্সিলররা সমস্বরে ‘না’ উচ্চারণ করেন। একইভাবে মনোনীত হন ওবায়দুল কাদেরও। তার নাম সাধারণ সম্পাদক পদে প্রস্তাব করেন কাউন্সিলর সাধন চন্দ্র মজুমদার,সমর্থন করেন কাউন্সিলর পনিরুজ্জামান তরুণ।
এমকে