বড়দিনে মেসির বাড়িতে উৎসব

২৫ ডিসেম্বর ২০২২

প্রতিবছরের মতো এ বছর বড়দিন এলো। তবে এ বছরের বড়দিনটা বিশেষ আনন্দের লিওনেল মেসির কাছে। বিশ্বকাপ জয়ে সময়টা দারুণ কাটছে লিওনেল মেসিদের। বিশ্বকাপ জয়ের আমেজ নিয়েই এবারের বড়দিন পালন করবেন আর্জেন্টাইন অধিনায়ক। এ আনন্দ বাড়িয়ে দিতে মেসির পরিবারের সঙ্গে যোগ দিয়েছে উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজের পরিবারও।

 

বড়দিনের উৎসবে যোগ দিতে মেসির বাড়িতে গেছে সুয়ারেজ। তার সাথে স্ত্রী সোফিয়াও রয়েছেন। ব্যক্তিগত বিমানে করে উরুগুয়ের মন্টেভিডিও থেকে রোজারিও পৌঁছায় সুয়ারেজেরে পরিবার। বার্সেলোনা থাকাকালীনই মেসি-সুয়ারেজের বন্ধুত্ব গড়ে ওঠে। যা পরবর্তীতে রূপ নেয় পারাপারিক বন্ধুত্বে। প্রায় বিভিন্ন ছুটিতে মেসি ও সুয়ারেজের পরিবারকে একসঙ্গে অবকাশ যাপন করতে দেখা যায়।

 

খবর রয়টার্সের


মন্তব্য
জেলার খবর