কোলকাতায় ফিরলেন সাকিব

২৫ ডিসেম্বর ২০২২

বিশ্বসেরা অলরাউন্ডার বর্তমানে ভারতের বিপক্ষে টেস্ট খেলছেন। এরই মধ্যে সুখবর এলো। এবারের আইপিএলে দল পেয়েছেন তিনি। দেড় কোটি রুপিতে তাকে কিন নিয়েছে কোলকাতা নাইট রাইডার্স। ২০২১ সালের পর ফের কোলকাতায় ফিরলেন সাকিব।

 

আইপিএলের নিলাম চলছে। সেখানে শুরুতে অবিক্রিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সাকিব ভক্তের মন যখন ক্রমশ খারাপ হচ্ছিল, তখন মন ভালোর সংবাদ দেয় সাকিবের পুরনো দল। গতবার সাকিবের প্রাথমিক মূল্য ছিল দুই কোটি রূপি। এবার সেখান থেকে ৫০ লাখ কমিয়ে আনেন তিনি। সেই মূল্যে তাকে কিনে নেয় কলকাতা।

 

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে প্রথম ডাক পান সাকিব। আইপিএল অভিষেকের পর ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ তে কলকাতাতেই ছিলেন তিনি। অবদান রাখেন দলটির ২০১২ ও ২০১৪ সালের শিরোপা জয়ে। কলকাতার পাট চুকিয়ে ২০১৮ আসরে সানরাইজার্স হায়দরাবাদে যান সাকিব। সেখানে খেলেন পরের দুই আসর।

 

২০২১ সালে আবার কলকাতায় ফেরা সাকিব নাইট রাইডার্সের জার্সি গায়ে ৫৭ ম্যাচ খেলে ৪৮ উইকেট শিকার করেছেন। ইকোনমি ৭.১৬। সের বোলিং ফিগার ১৭ রানে ৩ উইকেট। এছাড়া ব্যাট হাতে ৪২ ইনিংসে ১৮.৪৩ গড়ে সাকিব রান করেছেন রান করেছেন ৫৯০, অর্ধশতক করেছেন দুইটি।


মন্তব্য
জেলার খবর