জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অন্তত দশ জন নিহত হয়েছেন। এছাড়া ৪০ জন আহত হয়েছেন। জোহানেসবার্গের পূর্বদিকের নগরী বুকসবার্গে স্থানীয় সময় শনিবার ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাঙ্কারটি একটি উড়াল সড়কের নিচ দিয়ে যাওয়ার সময় সেটির সঙ্গে জোরে ধাক্কা খেলে সেটি বিস্ফোরিত হয়। যেখানে এ দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে তাম্বো মেমোরিয়াল হাসপাতালের দূরত্ব মাত্র ১০০ মিটার।
বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় হাসপাতালটির ছাদের একটি অংশ ধসে পড়ায় সেখানে থাকা রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই ট্যাঙ্কারটিতে তরল গ্যাস ছিল।
জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম অ্যান্টলাদি বলেন, ‘দেখে মনে হচ্ছে তরল গ্যাস ভরা একটি ট্যাঙ্কার উড়াল সড়কের নিচে দিয়ে যাওয়ার সময় আটকে যায় এবং প্রচণ্ড ধাক্কার কারণে সেটিতে আগুন ধরে যায়।’