‘প্যান্ট তো খুলে যাবে ম্যাডাম’

২৫ ডিসেম্বর ২০২২

নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম দিশা পটানি। মেদহীন দোহাড়া গড়নের শরীর। সঙ্গে দুর্দান্ত উচ্চতা। দিশার সৌন্দর্যে ব্যাকুল দর্শক। কিছুদিন আগে দিশা আর টাইগার শ্রফের প্রেম নিয়েও কম আলোচনা হয়নি। এবার পোশাকের কারণে অনুরাগীদের সমালোচনায় জড়ালেন দিশা।

 

নায়িকা মানেই তাঁদের নিত্যনতুন পোশাক। কিন্তু পোষাক ছেড়ে তারা যেন বাইরে বের হয়ে আসতে চাইছেন। এমন সব পোষাক পরছেন, যেন কোনো পোষাকই পরেননি। অভিনয় দক্ষতা দিয়ে আলোচনায় আসার চেয়ে বিতর্কিত পোষাক দিয়ে আলোচনায় আসতে পছ্দে করেন অনেকে। এবার পোষাক নিয়ে কটাক্ষের শিকার হলেন দিশা পটানি। দিশার প্যান্ট দেখে হই হই কাণ্ড বেধে গেল! খাকি রঙের একটি প্যান্ট আর তার উপরে একটি স্ট্র্যাপি বডিস্যুটে দেখা গেল দিশাকে। আর সেই পোশাকেই তাকে দেখে মন্তব্যর ঝড় উঠেছে।

 

অনুরাগীদের একাংশের মন্তব্য, “প্যান্ট তো এবার খুলে পড়ে যাবে ম্যাডাম।” কেউ আবার লিখেছেন, “নিজেকে অন্য রকম দেখানোর চেষ্টায় ভয়ঙ্কর কাণ্ড।” আবার অনেক তাকে দেখে বলেছেন, “অপুষ্টিতে ভুগছেন।” যদিও দর্শকের নেতিবাচক মন্তব্যে কান দিতে নারাজ দিশা।


মন্তব্য
জেলার খবর