মন্তব্য
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে গরু চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সদর থানার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সোমবার ( ৪ এপ্রিল) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম হিরন ডাকুয়া ওরফে মতি (৪২), সে ফকিরহাট উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত রশিদ ডাকুয়ার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৬ জানায় ,গত ১৫ জানুয়ারি রাতে জেলার ফকিরহাট ধানার খাজুরা এলাকায় এক কৃষকের বাড়ি থেকে আনুমানিক ৬০ হাজার টাকা দামের একটি গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ফকিরহাট থানায় একটি মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
অমিত পাল/এমকে