আট বিভাগে আট দল গঠন করবো: শেখ হাসিনা

২৫ ডিসেম্বর ২০২২

দলকে শক্তিশালী করতে নতুন সদস্য নিয়োগের ওপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন,  আমরা আট বিভাগে আটটি নতুন দল গঠন করবো। তারা নতুন সদস্য নিয়োগের বিষয়টি দেখভাল করবে। দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে রোববার (২৫ ডিসেম্বর) তার দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ সব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন  গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় স্থাপনের ওপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, প্রত্যেক জেলা ও উপজেলায় একটি কার্যালয় থাকা দলের জন্যে প্রয়োজন। স্থানীয় আওয়ামী লীগ ও ইউনিট অফিস স্থাপনে অক্ষম হলে কেন্দ্রীয় আওয়ামী লীগ তাদের সাহায্য করবে।  তিনি বলেন, গণমানুষের আস্থা ও বিশ্বাসই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। আমাদের আর কোনো শক্তি নেই। আওয়ামী লীগ সঠিকভাবে জনগণকে পথ দেখাতে পারলে দেশের উন্নয়নে কেউ বাধা দিতে পারবে না- যোগ করেন শেখ হাসিনা। 

 

এমকে


মন্তব্য
জেলার খবর