করোনা, রুশ-ইউক্রেন যুদ্ধ, যুদ্ধের প্রভাবে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক মন্দা বিশ্বকে গ্রাস করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ইতোমধ্যে অনেক ধনী দেশ নিজেদের মন্দাক্রান্ত বলে ঘোষণা করেছে। সে ফাঁদে বাংলাদেশকে অবশ্যই পড়া যাবে না।
দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পরদিন রোববার (২৫ ডিসেম্বর) তার দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ সব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এমন পরিস্থিতিতে আমরা অতিরিক্ত খাদ্য উৎপাদন করতে পারলে নিজেদের প্রয়োজন মিটিয়েও বিভিন্ন দেশে রপ্তানি করতে পারি। অনেক দেশ ইতোমধ্যে বাংলাদেশ থেকে খাদ্য আমদানির ইচ্ছা প্রকাশ করেছে। আমাদের বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেভাবেই কাজ করতে হবে, জানান শেখ হাসিনা।
এমকে