চলতি সপ্তাহের শেষে শৈত্যপ্রবাহ! 

২৫ ডিসেম্বর ২০২২

চলমান সপ্তাহের শেষে দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এদিকে রোববার (২৫ ডিসেম্বর) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে- ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও প্রায় সব অঞ্চলের তাপমাত্রা বিরাজ করছে ১০ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়া অধিদফতর ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলছে, আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত  হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর