বড়দিনে প্রবল ঠাণ্ডায় বিপর্যস্ত আমেরিকা। তুষারঝড়ে দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১-এ। বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন হাজারও মানুষ। কোথাও ৮ ফুট, কোথাও বা ১০ ফুট পুরু বরফের আস্তরণ জমেছে রাস্তাঘাটে। বড়দিন বা বছর শেষের উৎসবের মাঝে আমেরিকা জুড়ে নেমে এসেছে বিষাদ।
আমেরিকার এই ভয়ঙ্কর তুষারঝড়কে বলা হচ্ছে ‘সাইক্লোন বম্ব’। এর ফলে দেশের নানা প্রান্তে হিমাঙ্কের ৪০ থেকে ৪৫ ডিগ্রি নীচে নেমেছে তাপমাত্রা। ঠাণ্ডায় প্রায় জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তাঘাটের অবস্থা এমন যে, বিপর্যয় মোকাবিলা বাহিনীও দুর্যোগ কবলিতদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছে।
তুষারঝড়ের মাঝে বড়দিনে নাগরিকদের ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। যতটা সম্ভব বাড়ির ভিতরেই থাকতে বলা হয়েছে সকলকে। খুব জরুরি দরকার না হলে কেউ রাস্তায় বেরোচ্ছেন না।
আমেরিকায় টানা ৫ দিন ধরে বরফের ঝড় চলেছে। তুষার বর্ষণের পাশাপাশি কনকনে ঠাণ্ডা হাওয়ায় জীবনযাত্র বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে সেই হাওয়ার বেগ কিছুটা কমেছে।