কাপুর পরিবারের সাথে হাসোজ্জল আলিয়া

২৬ ডিসেম্বর ২০২২

প্রথমবারের মতো একসাথে বড়দিন পালন করছেন আলিয়া-রণবীর। বিয়ের পর এটিই প্রথম বড়দিন। তাই দিনটি তাদের কাছে বিশেষ। এ বছরই বিয়ে করেছেন। সর্বক্ষণ পাশে রয়েছেন স্বপ্নের প্রেমিক রণবীর কপূর। এরই মধ্যে ভালোবাসার উপহার হয়ে এসেছে সদ্যোজাত কন্যা রাহাও। এমন ভর-ভরন্ত সময়ে প্রথম বার বড়দিন উদ্‌যাপন ২০২২ সালের শেষে।

 

ঢিলেঢালা লাল আলখাল্লা। মাথায় টুপি দিয়ে সান্টা সাজলেন আলিয়া। পরিবারের সবাই তাকে ঘিরেছিলেন। সে সব মুহূর্তের কয়েকটি ছবি ভাগ করে নিয়ে আলিয়া লেখেন, ‘‘এটাই আমার বিশ্ব। সেরা মানুষদের সঙ্গে সেরা সময় কাটাচ্ছি।” সেই সঙ্গে সবাইকে বড়দিনের শুভেচ্ছাও জানান আলিয়া।

 

আলিয়ার শেয়ার কর ছবিগুলোর মধ্যে একটিতে কপূর পরিবারের সঙ্গে জমাটি আড্ডা দিতে দেখা যায়। সে ছবিতে শাম্মি কপূর, নীতু কপূর, করিশ্মা কপূর-সহ রয়েছেন রণবীর আর আলিয়া। অন্যান্য ছবিতেও আত্মীয়-পরিজনের সঙ্গে বড়দিনের আমেজে ‘গঙ্গুবাঈ’। নীতুর আদরের বৌমা এখন তিনি, তার উপর নাতনির মা! তার খাতিরই আলাদা। পারিবারিক ছবিতে নীতুর কাছ ঘেঁসে দাঁড়িয়ে থাকা আলিয়াকে সুখী দেখে আনন্দিত অনুরাগীরাও।

 

সূত্র: আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর