বড়দিনে সারাঘর সাজানো আলো দিয়ে। সোফার এক কোণে বসে গিটারে সুর তুলেছেন সইফ আলি খান নিজেই। এমনই একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে কারিনা কাপুর লিখেছেন, “সেরা ক্রিসমাস। ভালোবাসার মানুষটা গিটার বাজাচ্ছে। আর আমার বাচ্চারা প্রিয় বন্ধুরা সঙ্গে রয়েছে। আর কী চাই।”
এরই মধ্যে কপূরদের মধ্যাহ্নভোজে দেখা মিলল এক নতুন সদস্যের। মধ্যাহ্ন ভোজে শ্বেতা বচ্চন দুই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন। নভ্যা নভেলি নন্দা ও অগস্ত্য নন্দা। তারা যে আসবেন, তা তো প্রত্যাশিতই ছিল। কিন্তু শ্বেতার গাড়ি থেকে নামতে দেখা গেল শাহরুখ খানের কন্যা সুহানা খানকে।
তাহলে কি এই আগমণ কোনো নতুন সমীকরণের ইঙ্গিত? না, তা যদিও জানা যায়নি। তবে অগস্ত্যর প্রথম ছবি ‘দ্য আর্চিস’-এর সহ-অভিনেত্রী সুহানা। সেই জন্য হয়ত কপূর পরিবারের মধ্যাহ্নভোজে এসেছিলেন তিনি সুহানা।