পেলে-কন্যার আবেগঘন বার্তা

২৬ ডিসেম্বর ২০২২

ফুটবল কিংবদন্তী পেলে। দীর্ঘ সময় ধরে অন্ত্রের ক্যানসার নিয়ে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার কিডনি ও হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা আরও বেড়েছে। শনিবারই পেলের কন্যা কেলি হাসপাতালে বাবার সঙ্গে ছবি পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন। যেখানে হাসপাতালের শয্যায় শুয়ে থাকা পেলের শরীরের একটা অংশ দেখা যাচ্ছে। পেলের কন্যা জড়িয়ে ধরে আছেন বাবাকে।

 

পেলের আর এক কন্যা ফ্লাভিয়া যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, পেলে বড়দিন কাটাবেন হাসপাতালেই। ‘‘আমরা এবার বড়দিন বাড়িতে পালন করব না। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, বেশ কিছু কারণের জন্য আমাদের হাসতাপালে থাকাটাই ভালো। হাসপাতালের প্রত্যেকেও আমাদের পাশে সব সময় আছেন।”

 

পেলের অসংখ্য ভক্তের পাশাপাশি অসুস্থ পেলের দ্রুত আরোগ্য কামনা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ। তিনি বলেছেন, ‘‘পেলে আমরা আপনার পাশেই আছি। আপনার জন্য প্রার্থনা করছি।”

 

শনিবার হাসপাতালে পৌঁছেছেন পেলের পুত্র এডসন। যিনি এডিনহো নামেই পরিচিত। তিনি বলেছেন, এ অবস্থায় চিকিৎসকেরাই শুধু সাহায্য করতে পারেন পেলেকে।

 


মন্তব্য
জেলার খবর