নতুন বছরের শুরুতেই বিপিএল, জেনে নিন সূচি

২৬ ডিসেম্বর ২০২২

২০২৩ সালের শুরুতেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ৬ জানুয়ারি পর্দা উঠবে এবারের আসরের। নবম বিপিএলের এবারের আসরে ৭টি অংশগ্রহণ করবে। বিপিএলের আসরকে সামনে রেখে খেলার সময়-সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

 

বিপিএলের এবারের আসরে প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। এই ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৭টায়।

 

ঢাকার পাশাপাশি খেলা হবে চট্টগ্রাম ও সিলেটে। প্রথম দফায় ঢাকা পর্বের খেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ১৩-২০ জানুয়ারি পর্যন্ত চলবে চট্টগ্রামের পালা। সাগর পাড়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হনে মোট ১২টি ম্যাচ।

 

এরপর দুই দিন বিরতি দিয়ে ২৩ ও ২৪ জানুয়ারি ঢাকায় খেলা হবে। ২৭-৩১ জানুয়ারি সিলেটে চলবে বিপিএলের ম্যাচ। এরপর ৩ জানুয়ারি থেকে টুর্নামেন্টের বাকি অংশ চলবে ঢাকাতে।

 

বিপিএলের নবম আসরের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচগুলো হবে ১২ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ১৪ ফেব্রুয়ারি। মিরপুর শেরেবাংলায় ফাইনাল অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ১৬ তারিখ।

 


মন্তব্য
জেলার খবর