২০০ কোটি টাকার নিচে নেমেছে ডিএসইর লেনদেন

২৬ ডিসেম্বর ২০২২

সোমবার (২৬ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কেনাবেচা হয়েছে  মোট ১৯৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। একক দিন হিসেবে এ লেনদেন দুই বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ৭ জুলাই  ২০০ কোটি টাকার নিচে নেমেছিল লেনদেন।

সোমবার লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৫টির, বিপরীতে কমেছে ১৩৭টি এবং অপরিবর্তিত থাকে বাকি ১৬৭টির । এসব কোম্পানির ৩ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ৩৩৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়। সূচক তিনটির মধ্যে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ৬ হাজার ১৮৯ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৪ পয়েন্টে অবস্থান করে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর