মঙ্গলবার (৫এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমেছে। পতন দেখা গেছে সূচকের। আর আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে। একই ধরণের চিত্র দেখা গেছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।
ডিএসইতে সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ২৪ দশমিক ৬১ পয়েন্ট কমে ছয় হাজার ৩৯৪ দশমিক ৩০ পয়েন্টে, ডিএসইএস ১ দশমিক ২৭ পয়েন্ট কমে এক হাজার ৪৬০ দশমিক ৭৭ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ০৮ পয়েন্ট কমে দুই হাজার ৪৬৪ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। লেনদেনে অংশ নেওয়া ৩৮১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২৮৬টির এবং বাকি ৪৪টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২০ কোটি ৬৬ লাখ টাকার। সে হিসাবে লেনদেন কমেছে ৪৪ কোটি ৮৩ লাখ টাকা।
অন্যদিকে সিএসইতে দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ৩২ দশমিক ২৪ পয়েন্ট কমে ১১ হাজার ৭৮৬ দশমিক ৩৩ পয়েন্টে এবং সিএএসপিআই ৫৪ দশমিক ২১ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৪৬ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। এদিনে ২৮৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৯৩টির এবং ৩০টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ১২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেনের অঙ্ক ছিল ১৪ কোটি ৫৫ লাখ টাকার।
এমকে