মন্তব্য
রাশিয়া, আমেরিকা- কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক, এটা আমরা চাই না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলেছেন, এটা তাদের বিষয় নয়। নির্বাচন নিয়ে সম্প্রতি রাশিয়া ও আমেরিকার দেওয়া বিবৃতি প্রসঙ্গে সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেনেভা কনভেনশন অনুযায়ী প্রত্যেক দেশ কাজ করবে এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। বাংলাদেশ পরিপক্ব, স্বাধীন, সার্বভৌম দেশ—এটা সবার মনে রাখা উচিত। তিনি জানান, আমার এ বক্তব্য রাশিয়া, আমেরিকা- সবার জন্য প্রযোজ্য। বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার নিয়ে কারও মাতবরির সুযোগ নেই বলেও জানান মন্ত্রী আব্দুল মোমেন।
এমকে